নাইজেরিয়ার উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই

নাইজেরিয়ার উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই

জলদস্যুরা নাইজেরিয়ার উপকূল থেকে সিংগাপুরের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে। নাইজেরীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন তাদের দু’টি জাহাজ ও হেলিকপ্টার বর্তমানে আবুধাবি স্টার নামের জাহাজটিকে ছিনতাইকারীদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার রাতে ছিনতাইয়ের সময় জাহাজটিতে ২৩ জন ক্রু অবস্থান করছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো বা আইএমবি।

জাহাজটিকে নাইজেরিয়ার লাগোস বন্দর থেকে ছিনতাই করা হয়েছে বলে এর আগে খবর রটে। তবে নাইজেরীয় নৌবাহিনী এ তথ্য অস্বীকার করে বলেছে সাগরে থাকার সময়ই জাহাজটিকে ছিনতাই করা হয়েছে। জাহাজটি এখন সাগরের ২৫ কিলোমিটার ভেতরে অবস্থান করছে বলে জানা গেছে।

আইএমবির এক মুখপাত্র জানান জাহাজের ক্রুরা জলদস্যুদের হাত থেকে বাঁচতে জাহাজের একটি নিরাপদ কক্ষে আশ্রয় নিয়েছেন। একই জলদস্যু চক্র গত মাসে টোগোর উপকূল থেকে দু’টি তেলবাহী জাহাজ ছিনতাই হওয়ার সঙ্গেও জড়িত বলে জানিয়েছে আইএমবি।

আন্তর্জাতিক