দেশে মানুষ জন যখন রাতের ঘুমের জন্য গুছগাছ করেন তখন জাতীয় দলের ক্রিকেটারদের ত্রিনিদাদের হোটেল থেকে বেরিয়ে যেতে হয়। তাদের সরাদিনের কর্মযজ্ঞ জানার জন্য ঢাকার মানুষকে আরেকটি পরের দিন ভোরের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই আগের দিনের অনুশীলন নিয়ে লিখতে হচ্ছে।
ভ্রমণ ক্লানি নিয়েও একটি দিন অনুশীলন করেছে ত্রিনিদাদে। বুধবার আবার প্র্যাকটিস ম্যাচ খেলতে গেছে টোবাগোতে। দ্বীপ দেশে কি মজা, জাতীয় দলের ম্যানেজার তানজিব আহমেদ সাদ মোবাইলফোনে জানালেন, ১৫ মিনিটের বিমান ভ্রমণ করে ত্রিনিদাদ থেকে যেতে হয় টোবাগোতে।
দুপুরে আড়াইটায় বাংলাদেশ দল প্র্যাকটিস ম্যাচ খেলবে। ফলাফল পাওয়ার একটাই উপায় বিসিবি। তাও যদি কেউ এসএমএস করে ঢাকায় স্কোর পাঠান।
বৃহস্পতিবার বারবাডোজের সঙ্গে খেলার আগে গা গরমের ম্যাচ বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিসিবি একাদশের অন্তরালে জাতীয় দল যদি বাজে ফল করে তার নেতিবাচক প্রভাব পড়তে মূল খেলায়। তবে ম্যানেজার জানিয়েছেন দলের সবাই সুস্থ এবং খেলার জন্য তৈরি আছেন।