তরুণ উদ্যোমী ও ব্যবসায়িক মেধাকে কাজে লাগাতে বাজারে আসছে ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান বিডি ভেঞ্চার।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কোম্পানির চেয়ারম্যান আফতাব উল ইসলাম এ মন্তব্য করেন।
এ সময় তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় রূপসী বাংলা হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডি ভেঞ্চারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে ঘোষণা করেন।
বাংলাদেশের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার জন্য ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, আমাদের লক্ষ্য মূলধন যোগানের মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান এবং ক্ষুদ্র ও মাঝারি সংস্থাদের জন্য একটি ভিত্তি গড়ে দেওয়া- যেন তাদের ব্যবসা বৃদ্ধি ও প্রসার লাভ করতে পারেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মামুন রশিদ এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এহসানুল হক প্রমুখ।