বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা সফররত নেপালের ব্যবসায়ীরা।
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠককালে নেপালের বীরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রিজের নেতারা এ কথা বলেন।
ঢাকা সফররত ২৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি অশোক কুমার আগরওয়াল।
ঢাকাস্থ নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠ, বাণিজ্য সচিব মোঃ গোলাম হোসেনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কমকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে নেপালের ব্যবসায়ীরা দু’দেশের বাণিজ্য বাড়াতে বাংলাবান্ধা স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, আন্ত:দেশীয় রেল যোগাযোগ চালু এবং মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশ-নেপাল ট্রানজিট চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়েও তাগিদ দেন তারা।
জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘ দিনের। বাংলাদেশ ও নেপাল সরকার দু’দেশের বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দূর করতে কাজ করে যাচ্ছে। সমস্যাগুলো অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।