চাচাতো ভাই মহারাষ্ট্রের উগ্র হিন্দুত্ববাদী নেতা রাজ থাকরের বিহারি বিরোধী জাতিবিদ্বেষী মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ওই বিতর্কের আগুনে বারুদ যোগ করলেন ভারতের হিন্দু মৌলবাদী রাজনৈতিক দল শিবসেনার নির্বাহী সভাপতি উদ্ভব থাকরে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বিহারের অধিবাসীদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণে পারমিট পদ্ধতি চালুর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
একই সঙ্গে উদ্ভব থাকরে ঘোষণা করেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে শিবসেনা সমর্থন করবে না, যতক্ষণ তিনি ‘যড়যন্ত্রকারীদের’ সমর্থন দিয়ে যাবেন।
সম্প্রতি মুম্বাইয়ের আজাদ ময়দান সংঘটিত সহিংসতার কথা উল্লেখ করে বলেন,“বিহারের মুখমন্ত্রীর লজ্জিত হওয়া উচিৎ যে অমর জওয়ান স্মৃতি সৌধের অবমাননাকারীরা বিহারি।”
তিনি বলেন, “যদি মহারাষ্ট্রে সংঘটিত অপরাধের জন্য বিহার থেকে অপরাধীকে ধরতে মুম্বাই পুলিশকে বিহারের পুলিশের অনুমতি নিতে হয়, তবে যারা বিহার থেকে মুম্বাই আসবে তাদের জন্যও পারমিট ব্যবস্থা বহাল করতে হবে।”
এর আগে বিহারিদের মহারাষ্ট্রে অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করে তাদের বিতাড়নের হুমকি দেন তার চাচাতো ভাই রাজ থাকরে।
এছাড়া বিহারের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে ভারতীয় মৌলবাদী দল শিবসেনার আধ্যাত্মিক নেতা বাল থাকরে বলেছিলেন, “আজাদ ময়দানের ঘটনায় মুম্বাই পুলিশের নেওয়া পদক্ষেপে বিহারের মুখ্যমন্ত্রীর নাক গলানোর কোনো অধিকার নেই।”