প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) উৎপাদিত পণ্য বিক্রির জন্য টঙ্গী স্টেশন রোডে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ উদ্বোধন করা হয়েছে।
এখানে আরএফএল উৎপাদিত প্রায় দুই হাজার পণ্য বিক্রি করা হবে।
মঙ্গলবার টঙ্গীতে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল(অব.) মাহতাবউদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরএফএল’র পরিচালক আর এন পল, চিফ অপারেটিং অফিসার (বেস্ট বাই) নবনুর ইসলাম খান, ম্যানেজার (সেলস) শহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রেতাদের দীর্ঘ দিনের চাহিদার পরিপ্রেক্ষিতে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে নির্ধারিত মূল্যে আএফএল’র পণ্যসামগ্রী পাওয়া যাবে।
পর্যায়ক্রমে দেশব্যাপী বিভিন্ন স্থানে আরএফএল বেস্ট বাই আউটলেট চালু করা হবে। এর ফলে ক্রেতারা আরএফএল’র পণ্য সম্পর্কে সহজে জানতে পারবেন এবং একই স্থান থেকে প্রয়োজনীয় আরএফএল পণ্য কিনতে পারবেন।
বক্তারা আরএফএল সম্পর্কে বলেন, আরএফএল সব সময়ই সেরা মানের পণ্য প্রস্তুত করে থাকে এবং পণ্যের মানোন্নয়নে নিয়মিত ও নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর শেওড়াপাড়া, যাত্রাবাড়ী, সাভার, মালিবাগ, মৌচাক ও গাজীপুরে আরও এগারটি আরএফএল বেস্ট বাই আউটলেট রয়েছে।