সরকারি অর্থায়নে শিল্পপার্ক স্থাপনে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
শিল্প মন্ত্রণালয়ে মঙ্গলবার বিজিএমইএ’র একটি প্রতিনিধিদলের সাঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী একথা জানান।
দিলীপ বড়ুয়া আরও বলেন, “বিসিকের মাধ্যমে ৩শ’ একর জমিতে এ শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় বাউসিয়া মৌজায় অত্যাধুনিক ও পরিবেশবান্ধব এ শিল্পপার্ক স্থাপনের লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে।”
এ সময় বাংলাদেশে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনের বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, “বিশ্ববাজারে তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে মহাজোট সরকার কাজ করছে। চলতি বছর ৮-১০ অক্টোবর বাংলাদেশে ডি-৮ শিল্পমন্ত্রীদের সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সম্মেলন ডি-৮ ভুক্ত দেশগুলোতে তৈরি পোশাকসহ বাংলাদেশি শিল্প পণ্য রপ্তানি প্রসারের চমৎকার সুযোগ সৃষ্টি করবে।”
বৈঠকে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব শিল্পায়ন জরুরি। এ লক্ষ্যে তৈরি পোশাক শিল্পখাতের উদ্যোক্তারা পরিবেশবান্ধব গার্মেন্টস শিল্প গড়ে তুলতে আগ্রহী।”
বৈঠকে সরকারিভাবে জমির ব্যবস্থা করলে নিজস্ব উদ্যোগেই গার্মেন্টস শিল্পের জন্য গাজীপুর, আশুলিয়া ও সাভারে সিইটিপি স্থাপনের প্রস্তাব দেন ব্যবসায়ী নেতারা। তারা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) পরিবর্তে সরকারি অর্থায়নে (জিওবি) দ্রুত গার্মেন্টস শিল্পপার্ক স্থাপনের দাবি জানান। এক্ষেত্রে প্রকল্পের ব্যয় উদ্যোক্তারা সরকার নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করতে আগ্রহী বলেও জানান তারা।
বৈঠকে ব্যবসায়ী নেতারা আরও বলেন, “জনবলের সংকটের কারণে বিশ্বের অন্যতম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ চিন বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাকের ওপর নির্ভর করছে। চিনের অনেক নাম করা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে।”
চিন অদূর ভবিষ্যতে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির বিরাট বাজারে পরিণত হবে বলে উল্লেখ করে রপ্তানির এ সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত গার্মেন্টস শিল্পপার্ক স্থাপনের দাবি জানান তারা।
বৈঠকে বিসিক চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, বিজিএমইএ মহাসচিব এহসান উল ফাত্তাহ, সংগঠনের গার্মেন্টস পল্লী স্থাপন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খন্দকার এম. রহমান শামীমসহ শিল্প মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ও বিজিএমইএ নেতারা উপস্থিত ছিলেন।