৪ দিনব্যাপী ইমারত সামগ্রী ও প্রযুক্তি বিষয়ক ২টি ট্রেডশো

৪ দিনব্যাপী ইমারত সামগ্রী ও প্রযুক্তি বিষয়ক ২টি ট্রেডশো

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী ইমারত ও নির্মাণ সামগ্রী এবং প্রযুক্তি বিষয়ক ২টি ট্রেডশো।

এসকে ট্রেড ও এক্সজিবিশন প্রাইভেট লিমিটেড এবং জাকারিয়া ট্রেড ও ফয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং বিল্ডট্রেড গ্রুপের অর্থায়নে আয়োজিত এ ট্রেডশোতে অংশগ্রহণ করছে প্রায় ১০০টি কোম্পানি।

প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বিল্ডিং, আর্কিটেকচার, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং (বিএসিই) এক্সপো ২০১২ বাংলাদেশের ৪র্থ আন্তর্জাতিক ইমারত ও নির্মাণ সামগ্রী এবং প্রযুক্তি বিষয়ক ট্রেডশো এবং সিম্পোজিয়াম।

অন্যদিকে বিআইজি এক্সপো ২০১২ হচ্ছে ব্যাটারি, ইনভার্টার, জেনারেটর ও সৌরপণ্য ট্রেডশোর ২য় আন্তর্জাতিক সংস্করণ।

আয়োজক কোম্পানি এএসকে ট্রেড অ্যান্ড এক্সজিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল বলেন, “বাংলাদেশে ইমারত শিল্প প্রতি বছর বিভিন্ন বাধা অতিক্রম করে উন্নতি করে যাচ্ছে এবং একটি সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে।”

তিনি বলেন, “আমরা এই দিকগুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, ইমারত নির্মাণ এবং প্রযুক্তি ক্ষেত্রে নতুন কিছু উপস্থাপন করার।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নন্দ গোপাল বলেন, “এই মুহূর্তে আমাদের বিনিয়োগ করার কোনো পরিকল্পনা নেই। কেবল এই ক্ষেত্রে নতুন কিছু পণ্যের পরিচয় ঘটানোই আমাদের উদ্দেশ্য।”

অর্থ বাণিজ্য