‌প্রলয়ংকরী টাইফুনে উ.কোরিয়ায় নিহত ৪৮

‌প্রলয়ংকরী টাইফুনে উ.কোরিয়ায় নিহত ৪৮

উত্তর কোরিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী টাইফুন বোলাভেনের শিকার হয়ে ৪৮ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ। এছাড়াও প্রায় অর্ধশতাধিক লোক এখনও নিখোঁজ বলে জানা গেছে।

টাইফুন বোলাভেনের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়া। ইতিমধ্যেই প্রায় ২০হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। আক্রান্ত এলাকাগুলোতে গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এর মাত্র কিছুদিন আগেই উত্তর কোরিয়ায় সংঘটিত বন্যায় ১৬৯ জনের প্রাণহানি ঘটে। দেশটি এখনও সেই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

বন্যার্তদের জন্য ইতিমধ্যেই উত্তর কোরিয়া জাতিসংঘের কাছে জরুরি খাদ্য ও ত্রান সহায়তা চেয়েছে।

কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চলীয় উপকূল দিয়ে টাইফুন বোলাভেন প্রবাহিত হয় বলে জানা গেছে। টাইফুনে কোরীয় উপদ্বীপের পাশাপাশি জাপানের ওকিনাইয়া দ্বীপও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাণহানির পাশাপাশি বেশ কয়েক হাজার ঘরবাড়িও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে উত্তরকোরিয়ার সংবাদমাধ্যম। এছাড়া প্রায় ৫০ হাজার হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক