জুয়েল ছাত্রদলের নতুন সভাপতি, হাবিব সাধারণ সম্পাদক

জুয়েল ছাত্রদলের নতুন সভাপতি, হাবিব সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও।

কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে আগের কমিটির সহ সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রশিদ হাবিব।

সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানীর সঙ্গে বৈঠক শেষে এ কমিটি ঘোষণা করা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এছাড়া বজলুল করিম আবেদকে ১নং সহ সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহবায়ক ওবায়দুল হক নাসিরকে ১নং  যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাজিব আহসানকে সাংগঠনিক সম্পাদক  করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি  সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিদুল হাসান হিরু ও মাসুদ পারভেজ। এ কমিটির সিনিয়র সহ সভাপতি হয়েছেন সাদিউল কবির নিরব, ১নং যুগ্ন সম্পাদক হয়েছেন শাহ নাসির উদ্দীন রুম্মান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিনহাজ উদ্দীন ভূঁইয়া।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি  ও সাধারণ সম্পাদক করা হয়েছে ফয়সাল আহমেদ সজল ও  ওমর ফারুক মুন্না। এছাড়া রাজিব রহমানকে সিনিয়র সহ সভাপতি , খন্দকার আল আশরাফ মামুনকে যুগ্ম সম্পাদক ও  এবিএম মহসিন বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের নাম পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মনোনীত হয়েছেন-দিপক। সাধারণ সম্পাদক করা হয়েছে রওশনকে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক, সিনিয়র সহ সভাপতি মির্জা আসলাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এএ জহির উদ্দীন তুহিন ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিপু।

 

রাজনীতি