হলমার্ক কেলেঙ্কারীর জড়িতদের শাস্তি চায় বিজিএমইএ

হলমার্ক কেলেঙ্কারীর জড়িতদের শাস্তি চায় বিজিএমইএ

দুর্নীতিপরায়ণ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে কিছু অসাধু ব্যবসায়ী ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যবসায়ী ও ব্যাংকারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার এক বিবৃতির মাধ্যমে বিজিএমইএ এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘কিছু ব্যবসায়ী ও ব্যাংকারের যোগসাজশে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে একটি প্রতিষ্ঠান দুই হাজার ৬৬৭ কোটি টাকা এবং কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও এক হাজার কোটি টাকা আত্মসাতের খবর বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এ সব ঘটনায় বিজিএমইএ গভীর উদ্বেগ প্রকাশ করছে। দেশের কোন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা কখনই কাম্য হতে পারে না। বিজিএমইএ ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের এ ধরনের অনৈতিক কর্মকান্ড কোনভাবেই সমর্থন করে না।

বিজিএমইএ মনে করে, হলমার্ক গ্রুপের নামে দুর্নীতির মাধ্যমে যারা ঋণ গ্রহণ করেছে ও প্রদান করেছে। তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্তে দোষী ব্যবসায়ী ও ব্যাংকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বিজিএমইএ আশা করে, এর দ্রুত সুরাহা হবে।

আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এই অব্যস্থাপনার কারণে প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণ গ্রহণ সংকুচিত হবে। যা দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাংকের এডি শাখা লোকাল বিল পারচেজে অনীহা প্রকাশ করছে। আবার এ ক্ষেত্রে অনুমোদনের জন্য হেড অফিসে পাঠাচ্ছে। কখনও কেন্দ্রীয় ব্যাংকের দোহাই দিচ্ছে। যা মোটেই কাম্য নয়।’

অর্থ বাণিজ্য