মেডিকেলে ভর্তি আবেদনপত্র ছাড়া হচ্ছে শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেলে ভর্তি আবেদনপত্র ছাড়া হচ্ছে শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

নতুন শিক্ষাবর্ষ নির্দিষ্ট সময়ে শুরু করতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির আবেদনপত্র শিগগিরই ছাড়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হবে।

রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সাংবাদিকদের একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ভর্তি প্রক্রিয়ায় কোনো সময় যেন নষ্ট না হয় সরকার সেক্ষেত্রে সতর্ক রয়েছে। তবে আদালতে মামলা থাকায় পরীক্ষার মাধ্যমে ভর্তির বিষয়টি এখনই চূড়ান্ত করা যাচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলেন, “মামলা প্রত্যাহারের পর সরকার ভর্তি প্রক্রিয়ার পদ্ধতি ও নীতিমালা চূড়ান্ত করবে। অন্যথায় মামলার রায়ের জন্য সরকারকে অপেক্ষা করতে হবে।“

নতুন কোনো নীতিমালা চূড়ান্ত না হওয়ায় পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার প্রচলিত পদ্ধতি এখনো বহাল বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেলে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সাম্প্রতিক বৈঠকে উত্থাপিত পরীক্ষা পদ্ধতি বাতিলের একটি প্রস্তাব নিয়ে পক্ষে-বিপক্ষে সৃষ্ট জনমত ও শিক্ষার্থীদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সার্বিক বিষয় পর্যালোচনা করেছে। ভর্তি প্রক্রিয়া শুরুর সময় খুবই নিকটে বলে সরকার আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছাতে চায়।

বাংলাদেশ