বিকেএমইএ নির্বাচনে ২৭ পদের লড়াইয়ে প্রার্থী ৪৯

বিকেএমইএ নির্বাচনে ২৭ পদের লড়াইয়ে প্রার্থী ৪৯

গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদের ২০১২-১৪ সালের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে ২টি প্যানেল থেকে চূড়ান্তভাবে অংশ নিচ্ছেন ৪৯ জন প্রার্থী।

বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদের প্যানেল থেকে পুরো ২৭ জন অংশ নিলেও প্রতিদ্বন্দ্বি সাবেক সভাপতি ফজলুল হক প্যানেল থেকে অংশ নিচ্ছেন ২২ জন।

এর আগে সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল থেকে ৫ জন ও সম্মিলিত নিট পরিষদ প্যানেল থেকে ৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

এদিকে নির্বাচনে সম্মিলিত নিট পরিষদের এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ও অন্তর্ভুক্তি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেল ৫টায় বিকেএমইএ’র সচিব সুলভ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া উভয় প্যানেলের ১২ জনের তালিকা জানান। সেখানে জিএম ফারুক এর নামও ছিল। কিন্তু রোববার বিকেলে প্রকাশিত তালিকাতে দেখা গেছে প্রত্যাহারের তালিকায় জিএম ফারুকের নাম নেই। সেখানে জুবায়ের আলম এরশাদ নামের এক প্রার্থীকে প্রত্যাহারের তালিকাতে রাখা হয়েছে। আর জিএম ফারুককে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়।

এ ব্যাপারে ফজলুল হক অভিযোগ করেন, আমরা আগেই নির্বাচন বোর্ডের কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করেছি। রোববার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত প্রত্যাহারের তালিকাতেও জিএম ফারুকের নাম ছিল। কিন্তু রোববার বিকেলে তা বদলে গেছে।

বিকেএমইএর সচিব সুলভ চৌধুরী জানান, আগের তালিকা ভুল ছিল। কারণ রোববার আনুষ্ঠানিকভাবে লিখিত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া সম্মিলিত নিট পরিষদের ২৭ জন প্রার্থী হলেন- দলনেতা একেএম সেলিম ওসমান, মোহাম্মদ হাতেম, মঞ্জুরুল হক, হাবিবুর রহমান, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, এএইচ আসলাম সানি, শামীম আহমেদ, গোলাম জাকারিয়া ভূইয়া (মঞ্জু), হুমায়ন কবির খান শিল্পি, শাহাজাহান আলম, শফিকুজ্জামান, শ্যামল কুমার সাহা, সামশুজ্জামান, মজিবুর রহমান, মোস্তফা জামাল পাশা, জামাল উদ্দিন, মহিউদ্দিন ফারুকী, আলমগীর কবির, মাহমুদ হাসান নওরোজ, আসাদুল ইসলাম, জিএম ফারুক, শহীদ উদ্দিন আহমেদ আজাদ, মাহতাবউদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, ইমরান হোসেন মিঠু ও নন্দ দুলাল সাহা।

ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেলের ২২ জন প্রার্থী হলেন- দলনেতা ফজলুল হক, কাশেম জামাল, সাবেক পরিচালক জাহিদুল হক দীপু, আবুল কালাম আজাদ এমপি, শেখ মনোয়ার হোসেন, শেখ হায়দার আলী পুতুল, ফজলে শামীম এহসান, ইঞ্জিনিয়ার এমএ বাসেদ, শেখ আবদুস সালাম, ফকির কামরুজ্জামান নাহিদ, খাজা আহসানউল্লাহ, ফয়সাল গোলাম হোসেন, আনোয়ার হোসেন, ইমরান ফারুক মঈন, মতিউর রহমান, শামীম আহম্মেদ, এম কায়সার রিংকু, শেখ ফখরুদ্দিন আলী আহাম্মদ, আবু শাহরিয়ার জাহিদী, জুলফিকার আলী শিকদার, শামীম আহসান ও মির্জা মোহাম্মদ জামসেদ।

আগামী ১৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টার ও ঢাকার বিকেএমইএ কার্যালয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে ৬৫২ জন গার্মেন্ট মালিক পরিচালকের ২৭টি পদে নির্বাচন করবেন। নির্বাচিত ২৭ জন পরিচালকের মধ্যে ভোটের মাধ্যমে একজন সভাপতি ও ৪ জন সহ-সভাপতি নির্বাচিত হবেন।

অর্থ বাণিজ্য