ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের ৭৭ শতাংশের দর বৃদ্ধি

ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের ৭৭ শতাংশের দর বৃদ্ধি

সপ্তাহের প্রথম কার্যদিবসে সামগ্রীকভাবে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন দর বাড়া ও কমা প্রতিষ্ঠানের সংখ্যা ১২৩টি।

তবে এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান খাতের ২২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টিরই দর বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসেবে অন্যান্য খাতে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেলেও এ খাতে ছিল উর্ধ্বমুখী প্রবণতা। শতাংশের হিসেবে দর বেড়েছে ৭৭ শতাংশের দর।

এ খাতে দর কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্ডাসট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (আইপিডিসি), প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

আর রোববার এ খাতের লেনদেন হওয়া ২১টি প্রতিষ্ঠানের মোট ৩৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টের। এ প্রতিষ্ঠানটির মোট ৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। এ প্রতিষ্ঠানটির লেনদেন হয় ৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার।

এ প্রতিষ্ঠানটির মোট লেনদেন হওয়া শেয়ার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৩০০টি। যার বাজার মূল্য ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।

অর্থ বাণিজ্য