সংখ্যা বিবেচনায় কম হলেও রোববার ঊর্ধ্বমূখী প্রবণতায় ছিল জ্বালানি ও শক্তি খাতের ৭৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর।
এদিন এ খাতের ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারেরই লেনদেন হয়েছে। যার মধ্যে ৩টি প্রতিষ্ঠান ছাড়া বাকি সব প্রতিষ্ঠানেরই দর বেড়েছে।
দর কমার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বিডি ওয়েলডিং ইলেকট্রোডস, ইস্টার্ন লুব্রিকেন্টস ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
রোববার মোট লেনদেনে এ খাতের অবদান ১৩২ কোটি ৮৭ লাখ টাকা বা মোটের ওপর ২৪ দশমিক ৩৯ শতাংশ।
জ্বালানি খাতের মধ্যে তীতাস গ্যাসের লেনদেন হয়েছে ৫০ কোটি ৬০ লাখ টাকা। হাত বদল হওয়ার শেয়ারের সংখ্যা ৫৯ লাখ ৯০ হাজার।
এর পরের অবস্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। এর হাত বদল হওয়া ৮ লাখ ৬৭ হাজার ২০০ শেয়ারের বাজারমূল্য ২০ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা।
আর তৃতীয় অবস্থানে থাকা প্রতিষ্ঠান যমুনা অয়েল। এদিন প্রতিষ্ঠানটির মোট ৫ লাখ ৮৮ হাজার ৯০০টি শেয়ার হাত বদল হয়। যার বাজারমূল্য ১৫ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা।