গ্রামীণের দুই মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণের দুই মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীণ-১: গ্রামীণ-১  মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা ফেস ভ্যালু মূল্যের প্রতি শেয়ারে ১ দশমিক ৫ টাকা নগদ লভ্যাংশ দেওয়া হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।

গ্রামীণ-২: গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা ফেস ভ্যালু মূল্যের প্রতি শেয়ারে ০ দশমিক ৬ টাকা নগদ লভ্যাংশ দেওয়া হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।

অর্থ বাণিজ্য