বিএনপি ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে, যা দেশের জনগণ কখনই সফল হতে দেবে না। গোল টেবিল আলোচনা অথবা জরিপের মধ্য দিয়ে ক্ষমতায় আসা যায় না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “ষড়যন্ত্র করে, তথাকথিত সুশীল সমাজের গোল টেবিল বৈঠকের আলোচনায় অথবা জরিপের মধ্য দিয়ে ক্ষমতায় আসা যায় না।
তিনি আরও বলেন, “ক্ষমতায় আসতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হয়, তাদের জন্য কাজ করতে হয়, যা করতে বিএনপি বারবার ব্যর্থ হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন, আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মোকাররম মিয়া বাবু, অধ্যাপক আবুল কাশেম ও কানাইপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।
সম্মেলনে জুলফিকার আলী মিনুকে সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।