ভারতের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে চরম বিতর্কিত ‘কয়লা ক্ষেত্র বরাদ্দ’ কেলেঙ্কারি ইস্যুতে প্রধানমন্ত্রী মনমোহনের পদত্যাগের দাবিতে পুনরায় নিজেদের অনড় অবস্থান ব্যক্ত করেছে বিজেপি। পাশাপাশি এই ইস্যুকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পার্লামেন্টের উভয় কক্ষে চলমান অচলবস্থা নিরসনে বিজেপি সরকারকে দুটি শর্ত বেঁধে দিয়েছে।
রোববার মুম্বাইয়ে এক সংবাদসম্মেলনে বিজেপির অন্যতম শীর্ষ নেত্রী এবং লোকসভায় বিজেপির সংসদীয় দলের নেতা সুষমা স্বরাজ ভারতের সংবাদমাধ্যমে ‘কোল গেট কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত এ ইস্যুতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।
সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশিত হয় যে, ভারতের কয়লা ক্ষেত্রগুলো বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার ১ লাখ ৮৬ হাজার কোটি রুপি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বিরোধী দল কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসেবে এ ব্যাপারে মনমোহন সিংকে সরাসরি দায়ী করে তার পদত্যাগের দাবিতে পার্লামেন্টের ভেতর বাইরে আন্দোলনের আওয়াজ তোলে।
সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ ‘এ ইস্যুতে মনমোহনের পদত্যাগের ব্যাপারে নিজেদের তোলা দাবি থেকে বিজেপি সরে এসেছে’ এমন গুজব প্রত্যাখ্যান করেন। ‘বিজেপি মনমোহনের পদত্যাগের দাবি থেকে সরে আসেনি’ উল্লেখ করে তিনি বলেন, “মনমোহন সিংকে অবশ্যই পদত্যাগ করতেই হবে।”
একই সঙ্গে তিনি কয়লা ক্ষেত্র বরাদ্দ অবিলম্বে বাতিল এবং এ ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠানের দাবি জানান। তিনি হুমকি দিয়ে বলেন, “যতক্ষন সরকার এই দুটি শর্ত মেনে না নেবে ততক্ষন পর্যন্ত পার্লামেন্টকে স্বাভাবিক হতে দেওয়া হবে না।”
শনিবার রাতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে এ ব্যাপারে নিজের ফোনালাপের কথা স্বীকার করে তিনি বলেন, “সোনিয়া গান্ধী পার্লামেন্টের অচলাবস্থা অবসানের জন্য বিজেপির সহযোগিতার কামনা করেন। কিন্তু আমি বলেছি এই দুই শর্ত মেনে নিলেই কেবল নতুন আলোচনা সম্ভব।”
তবে কয়লা ক্ষেত্রগুলো বরাদ্দের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যগুলোর বিজেপি সমর্থিত মুখ্যমন্ত্রীদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুষমা স্বরাজ।
এদিকে এ ইস্যুতে রাজনৈতিকভাবে পার্লামেন্টের ভেতর বাইরে নিঃসঙ্গ হয়ে পড়ছে বিজেপি। অন্যান্য বিরোধী দলগুলো এ ইস্যুতে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠানের ব্যাপারে ইতিমধ্যেই নিজেদের অবস্থান ব্যক্ত করেছে । এমনকি বিজেপির নেতৃত্বাধীন জোটের অনেক দলও এ ব্যাপারে বিজেপির কঠোর অবস্থান থেকে সরে এসে পার্লামেন্টে যোগ দেওয়ার ব্যাপারে মত দিয়েছে বলে জানা গেছে।