যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এপিংয়ে এক নারীকে ২৬ ঘণ্টায় চারবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উচ্চ স্বরে গান বাজিয়ে প্রতিবেশীদের বিরক্ত, নিজের বাড়িতে ভাংচুর এবং ফ্রাইং প্যান ছুড়ে মারার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
জয়সি কফি নামের ওই মহিলাকে মঙ্গলবার বিকেলে এপিংয়ে অবস্থিত তার নিজ বাড়িতে উচ্চ স্বরে গান বাজানোর ব্যাপারে সর্তক করে দেয় পুলিশ। এর এক ঘন্টা পরই আবারও ডাকা হয় পুলিশকে। উচ্চস্বরে গান বাজানোর অপরাধে গ্রেফতার করা হয় তাকে।
এরপর ছেড়ে দেওয়া হলেও আবারও ৫ ঘণ্টা পর গ্রেফতার করা হয় তাকে। এবারও তাকে ছেড়ে দেওয়া হলেও বুধবার ভোরে আবারও উচ্চ স্বরে গান বাজানোর অপরাধে গ্রেফতার করা হয় তাকে।
এবারও তাকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু বিধি বাম কয়েক ঘণ্টা পর তার ভাতিজার অভিযোগ পেয়ে তাকে আবারও গ্রেফতার করে পুলিশ। তার ভাতিজার অভিযোগ ওই নারী তার কিছু জিনিস বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং বাধা দিলে তার ওপর ফ্রাইং প্যান ছুড়ে মারেন তিনি।
পুলিশ জানিয়েছে কফিকে শুক্রবার জেলে পাঠানো হয়। ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।