প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছেন, আমরা যে ওয়াদা দিয়েছি তা পুরণে নিরলসভাবে কাজ করছি। দেশ পরিচালনায় তিন বছর বিরোধী দলের কোন সহযোগিতা পাইনি। সরকার বিরোধী আন্দোলন করে জনগণের সমস্যা সৃষ্টি করেছে। মাত্র ৬ দিন সংসদে উপস্থিত থেকেছে। ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিয়েছে। এরপরেও কেন তারা সংসদে অনুপস্থিত থাকছেন?
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে দেয়া এ ভাষণে তিনি এসব কথা বলেন।
ভাষণের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, ২১ আগস্টের নিহতদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করেন।
প্রধানমন্ত্রীর ভাষণে সরকারের তিন বছরের সফলতা, উন্নয়ন ও গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রীসভা শপথ গ্রহণ করে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল ভোটে বিজয় অর্জন করে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে মহাজোট পায় ২৬৭টি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এ জোটের মন্ত্রীসভা গঠন করা হয়। শুরুতে ২৮ সদস্যের মন্ত্রিপরিষদ গঠিত হয়। যা পরবর্তী সময়ে তিন দফায় সম্প্রসারণ করা হয়। বর্তমানে মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ৪৫।
এ মন্ত্রীপরিষদে আওয়ামী লীগের বাইরে মহাজোটের দুই শরিক দলের দুই মন্ত্রী রয়েছেন। এরা হলেন জাতীয় পার্টির জিএম কাদের। তাকে প্রথমে বিমান ও পর্যটন মন্ত্রী করা হলেও ২০১১ সালের শেষ দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। অপরজন দিলীপ বড়ুয়া শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।