আগামীতে জাতীয় পার্টির বিকল্প নেই: এরশাদ

আগামীতে জাতীয় পার্টির বিকল্প নেই: এরশাদ

দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার বিকেলে বনানীস্থ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ আরো বলেন, মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। জনগণের প্রত্যাশা পূরণের জন্যই আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হবে।

তিনি বলেন, আজ রাজধানী বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়েছে। আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবো।এতে করে রাজধানীর ওপর মানুষের চাপ কমবে।

সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হলে সারা দেশ থেকে মানুষকে আর রাজধানীতে আসতে হবে।

দলে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘‘তোমরা উপযুক্ত সময়ে জাতীয় পার্টিতে এসেছো। তোমরা জাতীয় পার্টির পরিবতর্নের বার্তা নিয়ে জনগণের কাছে চলে যাও।’’

এ সময় এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার, গোলাম মোস্তফা আলো ও জাহিদুল হাসান জোয়ার্দ্দার।

এ সময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, তাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ সরকার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাহাবুদ্দিন বিশ্বাস, এসএম সাহাবুদ্দিন বাবু উপস্থিত ছিলেন।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর