আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন- ‘সরকারের সাড়ে ৩ বছরে অনেক সাফল্য রয়েছে। কিন্তু তা সঠিকভাবে প্রচার পাচ্ছেনা। পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের দূরত্ব সৃষ্টি হওয়ার আমাদের সফলতা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না’।
শনিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন- ‘আমরা যা অর্জন করেছি তা সঠিকভাবে তুলে ধরতে পারিনি। যে কারণে নানা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিরোধীদল রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। তারা এই সুযোগে আওয়ামী লীগের সফলতাগুলো ম্লান করে দিয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইছে।’
মাহবুব উল আলম হানিফ বলেন- ‘গত পাঁচটি বছর ক্ষমতায় থেকে বিএনপি-জামায়াত বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফেলেছিল। দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছিল। বিশ্বে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তারা জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারেনি।’
তিনি আরও বলেন- ‘এজন্য আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আমার বিশ্বাস সরকারে সফলতা সঠিকভাবে প্রচার করতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের যে আস্থা ছিল সেই আস্থা নিয়েই আবার ক্ষমতায় গিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারবো।
এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড আরও বেশি বেশি করে প্রচার করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আখতার জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী এমপি, আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, আবদুল ওয়াদুদ দারা এমপি, রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল ইসলাম ঠাণ্ড প্রমুখ।