আফগানিস্তানে ন্যাটো ঘাঁটি লক্ষ করে জোড়া আত্মঘাতী হামলা

আফগানিস্তানে ন্যাটো ঘাঁটি লক্ষ করে জোড়া আত্মঘাতী হামলা

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে অবস্থিত বিদেশী সেনাদের ঘাঁটি লক্ষ করে চালানো উপর্যুপরি দু’টি আত্মঘাতী বোমা হামলায় চার পুলিসসহ কমপক্ষে ৯ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শনিবার ভোরে সংঘটিত এ হামলায় ওয়ারদাকের সাইদাবাদ জেলায় অবস্থিত ন্যাটো ঘাঁটি সংলগ্ন একটি বাজার প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

এ ব্যাপারে প্রাদেশিক সরকারের মুথপাত্র শহিদুল্লাহ শহিদ শনিবার সংবাদ মাধ্যমকে জানান,“এক আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে ওয়াদাকের সাইদাবাদে অবস্থিত ন্যাটো ঘাঁটিটির মূল ফটক উড়িয়ে দেওয়ার চেষ্টা করে।” আত্মঘাতীবোমাবাহী একটি ট্রাককে ঘাঁটির ভেতরে ঢোকার পথ করে দেওয়াই এর উদ্দেশ্য ছিলো বলে জানান তিনি।

পরবর্তী ট্রাকবোমাটি ঘাঁটির নিকটস্থ বাজারে বিস্ফোরিত হয়। এতে বাজারের অধিকাংশ দোকানই বিধ্বস্ত হয় বলে জানা গেছে। উভয় হামলায় কমপক্ষে ৪৭ জন আহত হয়েছে। এদের মধ্যে দশজনের অবস্থা মারাত্মক। উভয় হামলায় ন্যাটো ঘাঁটির কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করেছেন ন্যাটোর এক মুখপাত্র।

আহতদের বেশিরভাগকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কাবুল পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে তালেবানরা এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। উল্লেখ্য, এর আগেও গত বছরের শেষ দিকে একই ঘাঁটিতে হামলা চালায় তালেবানরা। ওই হামলায় ছয় বেসামরিক আফগান নিহত হওয়ার পাশাপাশি ৫০ মার্কিন সেনা কমপক্ষে ৮০ জন আহত হয়েছিলো।

বর্তমানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ১ লাখ ৩০ হাজার সেনা বর্তমানে আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযানে নিয়োজিত আছে। আগামী বছরের মধ্যেই অবশ্য অধিকাংশ সেনার আফগানিস্তান ত্যাগের কথা।

আন্তর্জাতিক