স্পেনের দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে

স্পেনের দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে

স্পেনের অগ্নিনির্বাপক কর্মীরা এখন দেশটির দক্ষিণাঞ্চলীয় বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র মারবেলার নিকটবর্তী এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

দাবানলে শত শত বাড়িঘর ধ্বংস হওয়ার পাশাপাশি ইতিমধ্যেই কোটি কোটি ডলারের সমপরিমান সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত একজন মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে  জানা গেছে।

দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় মারবেলা, ওজেন এবং আলপুজাতা শহর থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

মারবেলা ও এর আশপাশের এলাকা মূলত বিলাসবুহল হোটেল ও ভিলার জন্য বিখ্যাত যা বিশ্বের ধনীদের জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র।

দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে শত শত অগ্নি-নির্বাপক কর্মীর পাশাপাশি সেনাসদস্যরাও অংশ নিয়েছে। ৩১ টি বিমান ও হেলিকপ্টারকে অগ্নিনির্বাপন অভিযানে নিয়োজিত রাখা হয়েছে বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিয়েরা নেগরা পবর্তমালার বনভূমিতে ১২ কিলোমিটার লম্বা লাইন ধরে দাবানলের আগুন অগ্রসর হচ্ছে।  এ প্রসঙ্গে স্থানীয় মিজাস নগরীর মেয়র অ্যানজেল নোজেল জানান আগুন ভয়াবহ শিখার উচ্চতা কোথাও কোথাও ১০ থেকে ১৫ মিটার উঁচু হয়ে অগ্রসর হচ্ছে।

স্মরণকালের মধ্যে তীব্র খরায় পীড়িত স্পেনের ওপর দিয়ে চলতি  গ্রীষ্মে বেশ কয়েকটি তাপ প্রবাহ বয়ে গেছে। এর আগেও দেশটির উত্তরাঞ্চলীয় ক্যাটালোনিয়া ও ক্যানারি দ্বীপের লা গোমেরাতেও বেশ কয়েকবার মারাত্মক দাবানল ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

ফায়ার ব্রিগেডের হেলিকপ্টার ওজেনে শহরের নিকটবর্তী স্থানে দাবানলের ওপর পানি ফেলে। শহরের পলায়নপর অধিবাসীরা জানান শুধু কাপড় ছাড়া দাবানলের আগুন থেকে তারা আর  কোনো ধরণের সহায় সম্বল বাচাঁতে পারেননি।

সিয়েরা নেগরা পবর্তমালায় বৃহস্পতিবার দিনের মধ্যভাগে শুরু হওয়া দাবানল বর্তমানে প্রায় ১ হাজার হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক