পেশাদার লিগের কোনো ম্যাচ পাতানো বলে সন্দেহ হলেই শাস্তির বিধান রেখে লিগের গঠনতন্ত্র অনুমোদন করেছিলো বাফুফের কার্যনির্বাহী কমিটি। শনিবার প্রায় সাড়ে চার ঘণ্টার বৈঠকে এই সিন্ধান্ত নেওয়া হলেও আইনগত ঝুঁকি ও সিদ্ধান্তের অসারতা বুঝতে পেরে তিন মিনিটেই সিদ্ধান্ত পাল্টে ফেলে।
শেখ জামাল ও আবাহনীর সঙ্গেও ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় তদন্ত চালাচ্ছে পেশাদার লিগ কমিটির বিশেষ কমিটি। কিন্তু তদন্ত শেষ না করেই গত মৌসুমের পয়েন্ট টেবিল অনুমোদন দিয়েছে বাফুফে কার্যনির্বাহী কমিটি!
কমিটির চোখে দোষী সাব্যস্ত হলে বাইলজ মোতাবেক ব্রাদার্সের লিগ থেকে অবনমন ঘটার কথা। অন্যদিকে অবনমন হওয়া ফরাশগঞ্জের সামনে লিগের দরজা খুলে যাবে। কিন্তু তদন্ত রিপোর্ট যে ব্রাদার্সের পক্ষেই যাচ্ছে তার ইঙ্গিত দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। সাংবাদিকদের প্রশ্নের মুখে বিষয়টি এড়িয়ে যান তিনি। অবশ্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাতানো ম্যাচ খেলার দায়ে জুভেন্টাসকে চার বছর পর শাস্তি দেওয়া হলে এখানেও ব্যবস্থা নেওয়া সম্ভব।’
পাতানো ম্যাচের বিষয়ে বাইলজে পরিবর্ধন করতে গিয়ে নতুন বিতর্কে জড়িয়ে পড়ে লিগ কমিটি। বাইলজের সংশোধিত ধারায় বলা হয়েছিলো কোন ম্যাচ নিয়ে সন্দেহ হলে অভিযুক্ত ক্লাবকে জরিমানা করা হবে। ম্যাচ বাতিলও হতে পারে। ক্লাব কর্মকর্তা, কোচ, ফুটবলার নিষিদ্ধ হতে পারেন। তবে সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে বিতর্কিত এই বিষয়ে প্রশ্নের মুখে পিছু হটে বাফুফে। পরে কার্যনির্বাহী কমিটির বৈঠক ছাড়া পাতানো ম্যাচের বিষয়ে ‘সন্দেহ হলেই’ শব্দ দুটি বাদ দেওয়া হয়।
এছাড়া দেশের স্বার্থে ফুটবলারদের ক্যাম্পের জন্য ছাড়তে বাইলজে ফিফার নির্দেশনা জুড়ে দিয়েছে লিগ কমিটি। সেক্ষেত্রে জাতীয় দলের প্রদর্শণী বা কোনো বাছাইয়ের ম্যাচ কিংবা প্রতিযোগিতার বাছাইপর্বের জন্য ন্যূনতম ৪৮ ঘন্টা আগে ফুটবলার ছাড়তে হবে। কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে সেটা হবে দুই সপ্তাহ। এসব কিছু বিদেশে হলে সময়টা ধরা হবে দল ঢাকা ছাড়ার দিন থেকে।
এ বছর পেশাদার লিগের সব ক্লাবের জন্য অনূর্ধ্ব-১৬ দল বাধ্যতামূলক করা হয়েছে। লিগের মাঝপথে অনূর্ধ্ব-১৬ দলগুলোকে নিয়ে টুর্নামেন্ট করবে কম্পিটিশন কমিটি। এছাড়া প্রিমিয়ার লিগ ও দ্বিতীয় স্তরের প্রধান কোচের ‘বি’ ও ‘সি’ লাইসেন্স বাধ্যতামূলক করা এবং ফুটবলারদের মৌসুমে চারটা লালকার্ড বা নয়টি হলুদ কার্ড পেলে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হওয়ার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে তার নিবন্ধন কেন বাতিল হবে না এই মর্মে কারণ দর্শানো নোটিশও দেওয়া হবে ওই ফুটবলারকে।
এছাড়া ম্যাচ চলাকালে বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ডাগ আউট ও সাইডবেঞ্চে যাওয়া নিষিদ্ধ করে বাইলজে বিধান অন্তর্ভুক্ত করার বিষয়টি অনুমোদন দেয় কার্যনির্বাহী কমিটি। নতুন মৌসুম থেকে প্রিমিয়ার লিগে দুটি করে দল উঠবে ও নামবে। আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে নামবে একটা দল। প্রিমিয়ার লিগে ১০টি খেললেও চ্যাম্পিয়নশিপ লিগে ক্লাব সংখ্যা চূড়ান্ত করতে পারেনি লিগ কমিটি।