ভারতীয় চলচ্চিত্রের ১শ বছর পূর্তি ও অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার প্রাপ্তি উপলক্ষে ঢাকা জাদুঘর মিলনায়তেন সপ্তাহব্যাপি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ভারতের চলচ্চিত্র ফ্যাস্টিভাল অধিদফতরের পরিচালক রাজীব কুমার জৈন, চলচ্চিত্র পরিচালক মোজাফফর আলী, অভিনেতা ফারুক শেখ প্রমুখ।
ইন্দিরাগান্ধী কালাচারাল সেন্টার এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরশন যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য সচিব হেদায়েতুল্লাহ।