বাণিজ্যমন্ত্রী গোলাম মো. কাদের বলেছেন, “বাংলাদেশের শিল্প আইন বিনিয়োগবান্ধব। দেশি-বিদেশি সব বিনিয়োগকারীরা কোনো রকম জটিলতা ছাড়াই এ দেশে বিনিয়োগ করতে পারে।”
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কানাডা-বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সেমিনারে মন্ত্রী কানাডার শিল্প উদ্যোক্তাদের এ দেশে বিনিয়োগ করার আহ্বানও জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি প্রাইভেট সেক্টর। এ সেক্টরটির সহযোগিতায় অনেকগুলো পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি সহযোগিতা ছাড়া এ সেক্টরটি ভালোভাবে চলতে পারতো না।
বাংলাদেশ চেম্বারস অব কমার্সের সভাপতি মাসুদ রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের সুজাতা গুপ্তা, এডিবি’র দক্ষিণ এশিয়া বিভাগের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিশেষজ্ঞ জে গ্রেন্ট হাউবার প্রমুখ।