বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, এবার আপনি মাফ পাবেন না।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘বিদেশে পলাতক জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করলেই জাতি কলঙ্ক মুক্ত হবে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আপনি গণতন্ত্রের ভাষায় কথা বলুন। পাকিস্তানের ভাষায় কথা বলবেন না। বার বার ঘুঘু ধান খেয়ে যাবে তা হবে না। আপনি অধিকাংশ সময় শিশু ও পাগলের ভাষায় কথা বলেন।’
তিনি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আপনি মহানগর নাট্যমঞ্চে বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে, আপনিও সেই ভাষায় কথা বলবেন। এ জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ আওয়ামীলীM গণতন্ত্রের ভাষায় কথা বলে। আপনার যদি সংবিধান সম্পর্কে সামান্য জ্ঞান থাকে, তবে তত্ববধায়ক নামে জাতি ও বিশ্বকে ধোকা দেবেন না।’
তিনি বলেন, ‘পদ্মাসেতু হয়ে গেছে। এতে যদি বিশ্বব্যাংক অর্থায়ন না করে তা বিশ্বব্যাংকের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা নয়। দেশের বড় বড় সেতু আওয়ামী লীগ করেছে বলে জোর দাবি করেন মহিউদ্দিন খান আলমগীর।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা তত্বাবধায়ক নামের দ্বিবাস্বপ্নের কথা ভুলে যান।বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকারের আসবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের কোনো সুযোগ নেই। এই আশা ছেড়ে দিয়ে কিভাবে একটা নির্বাচন করা যায়, সেই ব্যপারের প্রস্তুতি নিন।’
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নামে অশুভ শক্তির দ্বারা ক্ষমতায় আসতে চায় বিএনপি। দেশে তত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। অশুভ শক্তির ক্ষমতায় আসারও কোনো সুযোগ নেই। বিএনপি-জামায়াত জোটকে প্রতিহত না করতে পারলে দেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিপণ্ন হয়ে যাবে।
সংগঠনের আহবায়ক ফাতেমা জামান সাথীi সভাপতিত্বে, আরও e³e¨ দেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের উপদেষ্টা শেখ জাহাঙ্গির আলম, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ, সংগঠনের সভাপতি তারানা হালিম এমপি, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা cÖমুখ।