তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭নং কূপের খনন শুরু

তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭নং কূপের খনন শুরু

রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭ নম্বর কূপের খননকাজ শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে। এ কূপ থেকে প্রতিদিন ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানা গেছে।

এদিন বাপেক্সের ব্যবস্থাপনায় পৌর এলাকার শিমরাইলকান্দি মহল্লায় খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান।

এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এবং বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিতাসের ১৭ নম্বর কূপে গ্যাসের মজুদের পরিমান নিশ্চিত হওয়ার র জন্য ৩ হাজার ১শ’ মিটার গভীরতায় ড্রিলিংয়ের কাজ শুরু হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে এ  ড্রিলিংয়ের কাজ শেষ হবে।

বাংলাদেশ