শনিবার বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

শনিবার বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর শনিবার। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপি দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

দলীয় সূত্র জানায়, দিবসটি উদযাপন উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার ও লিফলেট প্রকাশ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও  জিয়ারত করা হবে।

এ ছাড়া রাজধানীতে শোভাযাত্রা বের করারও প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর বিএনপি।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন।

১৯৭৮ সালের এই দিনে রমনা গ্রিনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন।

রাজনীতি