সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত ৩১ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেনি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্যাংকটি কোনো চিঠিও দিলো না কেন্দ্রীয় ব্যাংককে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করে বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলেছিলো।
এদিকে বিষয়টি নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে দুই পক্ষই।
সর্বশেষ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কথা হয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের সঙ্গে। তখন তিনি বলেন, ‘‘আমরা চিঠি দেবো। এবং আজকের (৩০ আগস্ট) তারিখে দেবো।’’ পরে তাকে প্রশ্ন করা হয়, কখন দিচ্ছেন বা কবে দিচ্ছেন? উত্তরে তিনি বলেন, ‘‘সময় কোনো বিষয় নয়। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড আমাদের জানায়নি।’’
এর আগে বৃহস্পতিবার তিনি দুই দফা বাংলাদেশ ব্যাংকে যান। সকালে তার প্রথম বৈঠক হয় বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে। তবে সেখানে কি কথা হয়েছে বিস্তারিত জানা না গেলেও একটি সূত্র বলছে, প্রদীপ কুমার গভর্নরকে চিঠি দেবেন বলে জানিয়ে আসেন।
এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, তারা কোনো চিঠি পাননি।
অন্যদিকে, একটি অসমর্থিত সূত্র বলছে, সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ৩০ আগস্টের তারিখে চিঠি প্রস্তুত করে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী রোববার তা গভর্নরকে পাঠাতে পারেন।
সূত্র জানিয়েছে, চিঠিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২ সপ্তাহের সময় চাওয়া হতে পারে। একই সঙ্গে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াসহ বিস্তারিত তুলে ধরা হবে।
সূত্র মতে, ফাংশনাল প্রতিবেদনের ভিত্তিতে গত রোববার এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ৩১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেন গভর্নর।
এদিকে, বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক শেষে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কে এম জামান রোমেল সাংবাদিকদের জানান, ‘‘নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিদের্শ পরিপালন করতে আমরা বাধ্য। দায়ী কর্মকতাদের বরখাস্তের প্রক্রিয়া চলছে। এ জন্য আরো ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। তবে ইতিমধ্যে গৃহীত পদক্ষেপের বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংককে বিস্তারিত আগামীকাল (বৃহস্পতিবার) চিঠির মাধ্যমে জানাব। এবং অর্থমন্ত্রীকে এ ব্যাপারে জানানো হবে।’’