সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অসাধারণ ব্যাটিং করছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টের ব্যাটিং দৈন্যের ছিটেফোঁটাও দেখা যায়নি বেঙ্গালুরুতে। হায়দ্রাবাদের তুলনায় দ্বিতীয় টেস্টে একেবারে নতুন রূপে আর্বিভূত হয়েছে কিইউরা। খারাপ আবহাওয়ায় যদিও প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে। তারপরও রস টেলরের শতকে ৬ উইকেটে ৩২৮ রান তুলেছে সফরকারীরা।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩২৮/৬ (ওভার ৮১.৩)
হায়দ্রাবাদের প্রথম টেস্টে বাজে পারফরমেন্স করেছেন কিউই অধিনায়ক রস টেলর। দুই ইনিংস মিলে ৯ রান করেছিলেন। ফিল্ডিংয়েও সুবিধা করতে পারেননি। সিøপে ক্যাচ ফেলে দিয়েছিলেন। দল হেরেছিলো ইনিংস ও ১১৫ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় টেস্টে একেবারে বিপরীত টেলর। তার মতো সফরকারীরাও দারুণ ভাবে ফিরেছে সিরিজে।
প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। লাঞ্চের আগেই তিন উইকেট হারায় তারা। সাজঘরে ফেরেন ব্রেন্ডন ম্যাককালাম (০), কেন উইলিয়ামসন (১৭) ও মার্টিন গুপটিল (৫৩)। গুপটিল ও উইলিয়ামসনকে প্রজ্ঞান ওঝা এবং ম্যাককালামকে আউট করেন জহির খান।
কিউদের তিন উইকেট তুলে নিয়েও স্বস্তি প্রকাশ করতে পারেনি ভারত। এরপর অন্যএক নিউজিল্যান্ডকে দেখেছেন ভারতীয় বোলাররা। বিশেষ করে রস টেলরকে। একাই লড়েছেন স্বাগতিকদের বিপক্ষে। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শুধু বিপর্যয়ই কাটিয়ে উঠেনি; খেলায় নিয়ন্ত্রণও ধরে রেখেছে তারা।
ওঝার বলে আউট হওয়ার আগে ১১৩ রান করেন টেলর। ১৬টি চার ও ২টি ছয়ের মার ছিলো তার ইনিংসে। অধিনায়কের আগে সাজঘরে ফেরেন ড্যানিয়েল ফ্লাইন (৩৩) ও জেমস ফ্রাঙ্কলিন (৮)। চারটি উইকেট নেন প্রজ্ঞান ওঝা। এছাড়া একটি করে উইকেট নেন জহির খান ও রবিচন্দ্রন অশ্বিন। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ররা। ৬৩ রান নিয়ে ব্যাট করছেন ক্রগার ভান উইক। অপর প্রান্তে ৩০ রানে অপরাজিত রয়েছেন ডগ ব্রাসওয়েল। দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত।