সম্প্রতি ফ্রান্সের আল্পস পবর্তমালার মন্ট ব্লাংক থেকে একটি ভারতীয় কূটনৈতিক ব্যাগ খুঁজে পাওয়া গেছে। ১৯৬৬ সালে এই এলাকায় একটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছিলো বলে জানা যায়। ওই বিমানটিতে করেই এই কুটনৈতিক ব্যাগ বা ডিপ্লোম্যাটিক ব্যাগটি বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো।
গত সপ্তাহে পর্যটকদের কাছ থেকে খবর পেয়ে ব্যাগটি উদ্ধার করে ফরাসি উদ্ধার কর্মীরা।।
এদিকে ব্যাগটি খুঁজে পাওয়ার প্রসঙ্গে প্যারিসে অবস্থিত ভারতের দূতাবাস থেকে বলা হয়, তারা বর্তমানে ব্যাগটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৬ সালের জানুয়ারিতে বিধ্বস্ত হওয়া ঐ বিমানটির ১১৭ জন যাত্রীর সবাই নিহত হয়। বিমানটি মুম্বাই থেকে নিউইয়র্ক যাচ্ছিলো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় পাটের তৈরি ঐ ব্যাগটিতে করে কূটনৈতিক বার্তা এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের জন্য তথ্য সরবরাহ করা হয়েছিলো।
উদ্ধারকর্মী দলের সদস্য আরনুয়াদ ক্রিস্টম্যান সংবাদ মাধ্যমকে বলেন, কয়েকজন পর্যটক বসন গ্লেসিয়ারে একটি জিনিসকে পড়ে থাকতে দেখতে পাওয়ার পর এটিকে উদ্ধার করা হয়। ব্যাগটির গায়ে কূটনৈতিক কথাটি লেখা ছিলো বলে জানান তিনি।