পদ্মাসেতুর ঋণচুক্তির মেয়াদ বাড়ালো এডিবি-জাইকা

পদ্মাসেতুর ঋণচুক্তির মেয়াদ বাড়ালো এডিবি-জাইকা

পদ্মাসেতুর ঋণচুক্তির মেয়াদ আরো ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি ও জাইকা। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র এতথ্যের সত্যতা নিশ্চিত করেছে। শুক্রবার এ বিষয়ে এডিবি ও জাইকা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইআরডি’র সিনিয়র সচিব ইকবাল মাহমুদ।

ইকবাল মাহমুদ ঋণচুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার দুপুরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হুয়ান মিরান্দার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি এতথ্য জানিয়ে চূড়ান্ত সুখবরের জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান।

দুপুর ৩টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

এর আগে হুয়ান মিরান্দা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
শুক্রবার ৩১ আগস্ট এডিবি ও জাইকা’র পদ্মাসেতুর অর্থায়ন বিষয়ে ঋণচুক্তির মেয়াদের শেষ তারিখ।

বৈঠক শেষে হুয়ান মিরান্দা আবারো বলেন, “পদ্মাসেতু হবেই।“

এর আগে অর্থমন্ত্রীকেও এডিবি’র মহাপরিচালক নিশ্চিত করে বলেছেন, “পদ্মাসেতু হবে।“

সূত্র আরো জানিয়েছে, ঋণচুক্তির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে এডিবি ও জাইকা’র কাছে ইআরডি চিঠিও দিয়েছে।  ইকবাল মাহমুদও একথা স্বীকার করেছেন সাংবাদিকদের কাছে।

পদ্মাসেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করার পর প্রকল্পের অন্যতম অংশীদার এডিবি এবং জাইকা ঋণচুক্তির মেয়াদ এর আগে একমাস বাড়িয়েছিল।

বাংলাদেশ