মানবতাবিরোধী অপরাধে সরকারের বিচার চাইলেন ফখরুল

মানবতাবিরোধী অপরাধে সরকারের বিচার চাইলেন ফখরুল

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাসীন মহাজোটের বিচার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী (১৯ আগস্ট) উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তৃতায় তিনি এ দাবি জানান।

ফখরুল বলেন,  “যে সরকার হত্যা-গুমের সঙ্গে জড়িত হয় তাদের ওপর জনগণের আস্থা থাকতে পারে না। আমি তাদের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করছি। এ সরকারের বিচার দাবি করছি।”

“এ সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে” মন্তব্য করে তিনি বলেন, “দেশ আজ মহাসংকটে। দেশি-বিদেশি পত্রপত্রিকায় এ সরকারে দুর্নীতি প্রকাশ পাচ্ছে। এসব রিপোর্টে দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীর পরিবারকেই দায়ী করা হচ্ছে। আমরা এসব অভিযোগের জবাব চাই।”

“এ সরকার বিশ্বব্যাংকের চিঠি প্রকাশ করতে টালবাহনা করছে” অভিযোগ করে মির্জা ফখলুল বলেন, “কিন্তু আবুল হোসেনের পদত্যাগের মাধ্যমে তাদের দুর্র্নীতি প্রমাণ হয়ে গেছে।”

তিনি আরও বলেন,  “এ সরকারের লাগামহীন ব্যর্থতায় গার্মেন্টসগুলো বিদেশিদের হাতে চলে যাচ্ছে। পোল্টি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে।”

জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়েই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে শুরু হওয়ার আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।

রাজনীতি