বাংলাদেশের বরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচের একক জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে আগামী ০১ সেপ্টেম্বর শনিবার। সিঙ্গাপুরের ন্যাশনাল ট্রেড ইউনিয়নের কংগ্রেস অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে সাত সদস্যের সফরকারী দল নিয়ে ৩০ আগস্ট বৃহস্পতিবার ভোরে ঢাকা ত্যাগ করেছেন জুয়েল আইচ।
জুয়েল আইচের একক এ জাদু প্রদর্শনীটির আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিসি)। এই ম্যাজিক শোর মাধ্যেমে এসবিসি সিঙ্গাপুরের বিভিন্ন পেশার বাংলাদেশীদের কল্যাণের জন্য একটি তহবিল গঠন করা হবে।
বর্নাঢ্য এ অনুষ্ঠানে জুয়েল আইচ ৩৬ টি জাদু প্রর্দশন করবে। আর্কষনীয় জাদুগুলোর শিরোনাম হচ্ছে-ঝড়ো আকাশে পূণিমার চাদঁ,পাতা ঝড়া শীতের শেষে বসন্তের হাসি,একজন বন্যার্ত মায়ের স্বপ্ন, দ্য আর্ট অব ম্যাজিক এন্ড দ্য ম্যাজিক অব আর্ট, ¯েœা ষ্টর্ম চায়না,ই-িয়ান রোফ ট্রিক্স ইত্যাদি।
সিঙ্গাপুরে যাওয়ার আগে বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, ‘প্রায় তিনমাস আগে থেকেই সিঙ্গাপুরে আমার একক শোর প্রস্ততি চলছিল। এর মধ্যে হুট করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। যে কারণে আমি বেশ বিমর্ষ ছিলাম। স্বাভাবিক হতে পারছিলাম না সহজে। একবার ভেবেছিলাম শোটি বাতিল করে দেব। পরবর্তীতে কাছের মানুষজনদের আন্তরিক সহযোগিতায় সিঙ্গাপুরের এত বড় শোটি করতে পারছি। এজন্য আমি বিশেষ করে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আয়োজকদের আশাবাদ, এ শোটি পুরো বিশ্বে সাড়া ফেলবে’।
জুয়েল আইচ জানালেন, সিঙ্গাপুরে এ জাদু প্রদর্শনীর বিশেষ চমক হিসেবে থাকছে তার একমাত্র কন্যা খেয়া আইচের প্রথম জপ্রথম আর্ন্তজাতিক শোতে জাদু প্রর্দশন।
উল্লেখ্য, পাঁচ বছর পর সিঙ্গাপুরের জাদু প্রর্দশনী করতে গেছেন। এর আগে দেশে চেইন ট্যূরের মাধ্যেমে সিঙ্গাপুরে একক জাদু প্রর্দশনী করেছিলেন তিনি। তবে এবারই প্রথম তিনি সরাসরি সিঙ্গাপুরে বর্নাঢ্য আয়োজনের বৃহৎ একক শো করতে রওনা দিয়েছেন। শো শেষ করে পুরো দলসহ জুয়েল আইচ দেশে ফিরবেন আগামী ৫ সেপ্টেম্বর ।