বিশিষ্ঠ শিল্পপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক  এম এ রউফ চৌধুরীর মৃত্যুতে বাণিজ্য মন্ত্রীর শোক প্রকাশ

বিশিষ্ঠ শিল্পপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক এম এ রউফ চৌধুরীর মৃত্যুতে বাণিজ্য মন্ত্রীর শোক প্রকাশ

দেশের বিশিষ্ঠ শিল্পপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক এবং বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সভাপতি এম এ রউফ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, মরহুম এম এ রউফ চৌধুরী  একজন আদর্শবান ব্যবসায়ী এবং সমাজ সেবক ছিলেন। তিনি দেশের ব্যবসা-বাণিজ্য ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা রেখে গেছেন।

উল্লেখ্য, এম এ রউফ চৌধুরী গত ১৪ আগস্ট, ২০১২ তারিখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে—রাজেউন)। ১৮ আগস্ট, ২০১২ গুলশান আজাদ মসজিদে বাদ যোহর মরহুমের জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

(মো. আব্দুল লতিফ বকসী)

জনসংযোগ কর্মকর্তা

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর