হলমার্ক কেলেঙ্কারি অভিযুক্ত বাকি ১৭ কর্মকর্তাকে বরখাস্ত করলো সোনালী ব্যাংক

হলমার্ক কেলেঙ্কারি অভিযুক্ত বাকি ১৭ কর্মকর্তাকে বরখাস্ত করলো সোনালী ব্যাংক

হলমার্ক অর্থ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিন শেষে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতদের মধ্যে ৬ জন রূপসী বাংলা শাখার, ৩ জন ঢাকা জিএম অফিসের এবং বাকিরা প্রধান কার্যালয়ের।

পরিচালনা পর্ষদের একটি সূত্র বাংলানিউজকে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে।

অবশ্য বিকেলে (সাড়ে ৫টায়) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, এ ব্যাপারে তখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র মতে, সাময়িক বরখাস্তকৃতরা হচ্ছেন, রূপসী বাংলা শাখার সিনিয়র অফিসার (এসও) উজ্জ্বল কিশোর ধর, তুষার কান্তি দাস, জেসমিন নাহার, মিহির চন্দ্র মজুমদার, জুনিয়র অফিসার (জেও) ওয়াকিল উদ্দিন আহমেদ ও অফিসার সাইদুর রহমান। ঢাকা জিএম অফিস থেকে বরখাস্ত হয়েছেন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোলাম নবী, আশরাফ আলী পাটোয়ারী ও জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা (এসইও) ওয়াহিদ উদ্দিন আহমেদ। প্রধান কার্যালয় থেকে বরখাস্ত হয়েছেন উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন, এজিএম সাফিজ উদ্দিন আহমেদ, ইজাজ আহমেদ, এসইও মোখলেসুর রহমান, নির্বাহী কর্মকর্তা (ইও) সোহরাব হোসেন, একরামুল হক মন্ডল ও শাখা পরিদর্শক কামরুল হোসোইন খান।

অভিযুক্ত ৭ জন স্বাভাবিক অবসরে গেছেন। আর ৩ জনকে আগেই বরখাস্ত করা হয়। আর একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

তথ্য মতে, গত রোববার কেন্দ্রীয় ব্যাংক ৩১ জনকে ৩০ আগস্টের মধ্যে বরখাস্তের নির্দেশসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

অভিযুক্ত দুই ডিএমডি আতিকুর রহমান ও মাইনুল হকসহ তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি লেখা হবে বলে জানা গেছে।

এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, ২৭ আগস্ট পরিচালনা পর্ষদ পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংকের সুপারিশ মন্তব্যসহ জমা দিতে বলা হয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামকে। পর্ষদ চেয়ারম্যান বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সচিব শফিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে বৈঠক করেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

অর্থ বাণিজ্য