এক্সিম ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক ডকুমেন্ট এক্সপ্রেস সার্ভিস ডিএইচএল এক্সপ্রেসের কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ চুক্তির মাধ্যমে এখন থেকে এক্সিম ব্যাংক দেশের বাইরে যে কোনো ডকুমেন্ট, নথিপত্র বা পার্সেল আদান প্রদানের ক্ষেত্রে ডিএইচএল’র সেবা গ্রহণ করবে।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলি মিয়া এবং ডিএইচএল এক্সপ্রেসের কান্ট্রি ম্যানেজার ডেসমন্ড কুইয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদউদ্দীন আহমাদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল লতিফ বড়ভূঁইয়া ও মোঃ সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, ডিএইচএল এক্সপ্রেসের ন্যাশনাল সেলস ম্যানেজার এএসএম শাকিলসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীরা।