সান্তাহারে রেল কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ মন্ত্রীর

সান্তাহারে রেল কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ মন্ত্রীর

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের এস্টেট বিভাগের কানুনগো জিয়াউল হক জিয়াকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সান্তাহারে পরিদর্শনে গিয়ে মন্ত্রী আব্দুল আজিজ নামের এক বুকিং সহকারীকে বদলির নির্দেশও দেন।

সান্তাহার রেলস্টেশনে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংখ্যক রেলের সংখ্যা বৃদ্ধির আশ্বাসও দেন মন্ত্রী।

রেলের জমি ইজারায় অনিয়মের অভিযোগে কানুনগো জিয়াকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “আমি যে প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনা করছি, তাতে আগামী দু’বছরের মধ্যে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।

“রেল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নানা দুর্নীতির সঙ্গে জড়িত থেকে রেলের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করছে, রেলের জমি বেদখল হয়ে যাচ্ছে। আবার যেসব জমি দখলে আছে সেগুলো নামমাত্র ভাড়ায় ইজারা দেওয়া হয়েছে।”

সকাল সোয়া ৯টা থেকে প্রায় এক ঘণ্টা সান্তাহার রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের কাদের জানান, একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এসব অনিয়ম দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরে নওগাঁ-বদলগাছি-পাহাড়পুর সড়ক পরিদর্শন, বদলগাছি-পতœীতলা সড়কে বৃক্ষরোপণ এবং খালে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

বাংলাদেশ