ঢাকায় ঘরে ঢুকে মা-মেয়েকে গুলি

ঢাকায় ঘরে ঢুকে মা-মেয়েকে গুলি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় নিজের ঘরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে।

উত্তরখানে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

গুলিবিদ্ধ শামছুন্নাহার চম্পা (৩৫) ও তার মেয়ে জুঁই আক্তারকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের বাসা উত্তরখানের প্রতিবন্ধী গলিতে।

উত্তরখান থানার ওসি মো. ইউনুস আলী  জানান, সকালে তিন/চার যুবক তৃতীয় তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে চম্পার বাসার দরজায় করাঘাত করলে জুঁই দরজা খুলে দেয়। এ সময় তারা এলোপাাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

চম্পার পেটের নিচের অংশে ও ডান হাতে এবং জুঁইয়ের বাম উরুতে গুলি লেগেছে।

কী কারণে তাদের গুলি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ওসি। তবে পারিবারিক বিরোধের দিকে ইঙ্গিত করেছেন তিনি।

ওসি বলেন, চম্পার সঙ্গে তার স্বামী নুরুল হকের বিরোধ রয়েছে। গত তিন বছর ধরে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ