গেল অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কমেছে ২০%

গেল অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কমেছে ২০%

সদ্য সমাপ্ত অর্থবছরে (২০১১-১২) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা মুনাফা তার আগের অর্থবছরের তুলনায় ২০ দশমিক ৪৮ শতাংশ কম হয়েছে। ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মুনাফা করে আট হাজার ৮০০ কোটি টাকার ওপরে। আর ২০১১-১২ অর্থবছরে তা কমে হয়েছে সাত হাজার কোটি টাকার কিছু বেশি। হিসাব মতে, এক হাজার ৮০০ কোটি টাকা মুনাফা কমে গেছে।

তবে ২০১০-১১ অর্থবছরের চেয়ে ২০১১-১২ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে রাজস্ব দিচ্ছে প্রায় দ্বিগুণ।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে বিদায়ী অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সর্ব সম্মতক্রমে এর পরিচালনা পর্ষদে পাশ হয়েছে। বাংলাদেশ ব্যাংক কনফারেন্স হলে দুপুর দেড়টায় বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

পর্ষদের সদস্য অর্থ মন্ত্রণালয়েল ব্যাংকিং বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, অধ্যাপক হান্নানা বেগম, এম কে মুজেরি, ড. নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের সচিব আহমেদ জামালসহ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা এসময় উপস্থিত ছিলেন। পর্ষদের অন্য তিন সদস্য এসময় অনুপস্থিত ছিলেন।

উপস্থাপতি প্রতিবেদন থেকে জানা গেছে, বিদায়ী বছরে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা মুনাফা করেছে সাত হাজার ৩১ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার টাকা। ২০১০-১১ মুনাফা করে আট হাজার ৮৪২ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকা। সে হিসেবে এর পরিচালনা মুনাফা কমেছে ২০ দশমিক ৪৮ শতাংশ।

তবে ব্যয় প্রায় ৫৫ শতাংশ বেড়েছে আগের বছরের থেকে। ২০১০ সালে এর ব্যয় ছিল এক হাজার ৬১ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা। আর ২০১১ অর্থবছরে ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৬৪৬ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকা।

তবে বাংলাদেশ ব্যাংক এবার সরকারকে আগের বছরের থেকে প্রায় দ্বিগুণ রাজস্ব দিয়েছে। ২০১০ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে এক হাজার ৬৬৪ কোটি ৫৬ লাখ ২১ হাজার টাকা। কিন্তু ২০১১ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে তিন হাজার ৪৮১ কোটি আট লাখ ৩১ হাজার টাকা রাজস্ব পাচ্ছে সরকার। এই বৃদ্ধির হার প্রায় ১০৯ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সামান্য কমে যাওয়ায় বিদায়ী বছরে এই দুই খাত থেকে আয় কমে গেছে বাংলাদেশ ব্যাংকের। ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মুনাফা করে এক হাজার ১১২ কোটি ১৪ লাখ চার হাজার টাকা। আর বিদায়ী বছরে তা কমে হয়েছে ৮২২ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা। তবে বিদেশি বিনিয়োগ থেকে সরকারের আয় প্রায় ১৩ শতাংশ বেড়েছে।

তথ্য মতে, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের আয় ১৪৭ শতাংশ বেড়েছে। ২০১১-১২ অর্থবছরে এখাতে আয় হয়েছে ২৯৯ কোটি ১৭ লাখ ২৭ হাজার টাকা।

অর্থ বাণিজ্য