কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী ও প্রধান সমুদ্র বন্দর মোম্বাসায় চলতে থাকা দাঙ্গায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। প্রভাবশালী এক মুসলিম ধর্মীয় নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে সোমবার। দাঙ্গায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজন বেসামরিক লোক ও অপর তিনজন পুলিশ।
মুসলিম অধ্যুষিত মোম্বাসা নগরীর অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা আবু রোগো মোহাম্মদকে তার পরিবারের সামনেই গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এর প্রতিবাদে মোম্বাসায় তার অনুসারী তরুণরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। অনুসারীদের দাবি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই এ হত্যাকাণ্ডের জন্য দায়ী। দাঙ্গা পরিস্থিতির আরও অবনতি ঘটায় মোম্বাসায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত ধর্মীয় নেতা কট্টরপন্থার অনুসারী ছিলেন বলে জানা গেছে। তিনি সোমালিয়ার আল শাবাব ইসলামপন্থি যোদ্ধাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা বলে অভিযোগ করে আসছে কেনিয়া ও যুক্তরাষ্ট্র। এর আগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার ভ্রমণ ও সম্পদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তিনি সোমালিয়ায় আল শাবাব বিরোধী অভিযানের তীব্র সমালোচক ছিলেন।
এদিকে মোম্বাসার দাঙ্গার প্রেক্ষিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের মোম্বাসা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, মোম্বাসা কেনিয়ার প্রধান বন্দর এবং একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। কেনিয়া খ্রীষ্টান প্রধান দেশ হলো পূর্বাঞ্চলীয় মোম্বাসা নগরী মূলত মুসলিম অধ্যুষিত।