চূড়ান্ত বিজয় লাভে সময় প্রয়োজন: বাশার আল আসাদ

চূড়ান্ত বিজয় লাভে সময় প্রয়োজন: বাশার আল আসাদ

সিরিয়ার বর্তমান সংঘাতে নিজের জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একই সঙ্গে তিনি সর্তক করে দিয়ে বলেছেন লড়াইয়ে জয় নিশ্চিত হলেও চূড়ান্ত বিজয় অর্জন করতে আরও সময় প্রয়োজন হবে।

বুধবার সরকার সমর্থক আল দুনিয়া টেলিভিশনে দেওয়া এক বিরল সাক্ষাতকারে আসাদ একই সঙ্গে সিরিয়ার ভেতর মানবিক কার্য্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক যে কোনো নিরপেক্ষ এলাকা বা ‘বাফার জোন’ স্থাপনের  ধারণাকে উড়িয়ে দেন। এ ধরণের পরিকল্পনা ‘কল্পনাপ্রসূত’ বলে প্রত্যাখ্যান করেন তিনি।

দামেস্ক সরকার বর্তমানে যুগপৎভাবে আঞ্চলিক ও আর্ন্তজাতিক ক্ষেত্রে লড়াইয়ে লিপ্ত বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

তিনি বলেন,“ লড়াই শেষ হতে নিশ্চিতভাবেই সময় প্রয়োজন। তবে আমি এক বাক্যে এটি বলতে পারি যে, আমরাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি।”

পাশাপাশি তিনি বলেন, “ যদিও মাঠের পরিস্থিতি এখন আমাদের পক্ষে, তবে চূড়ান্ত উপসংহারে এখনই পৌঁছা যাবে না। এর জন্য নিশ্চিতভাবেই আরও সময় প্রয়োজন।”

এ সময় তিনি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সিরীয় সেনাবাহিনীর প্রশংসা করে বলেন,“নিরাপত্তা বাহিনী যে কোনো বিচারে বীরত্বপূর্ণ কাজ করছে।”

এ সময় তিনি বলেন,“দেশ নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন, এটাই স্বাভাবিক। কিন্তু তারা আর (বিদ্রোহীরা) ভীতি ছড়াতে সক্ষম হবে না।“ তিনি বলেন, “আমি সিরীয়দের প্রতি বলতে চাই তাদের ভাগ্য তাদেরই হাতে। বাইরের কেউ তার ভাগ্য নির্ধারণ করতে পারবে না।”

এছাড়া যে সব সরকারি কর্মকর্তা পক্ষত্যাগ করে দেশ ত্যাগ অথবা বিরোধী পক্ষে যোগ দিয়েছেন তাদের উদ্দেশ্যে কৌতুক করেন তিনি। তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে তার সরকারের ভেতর আপনা আপনি শুদ্ধি অভিযান বাস্তবায়িত হয়েছে।

আন্তর্জাতিক