চীনের উত্তর পূর্বাঞ্চলীয় একটি নগরীর কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা প্রায় ৩ কোটি ডলারের সরকারি তহবিল নিয়ে যুক্তরাষ্ট্রে ভেগে গেছেন।
উত্তর পূর্বাঞ্চলীয় লিয়ানিং প্রদেশের ফেঙ্গচেঙ শহরের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা ওয়াং গু কিয়াং গত এপ্রিল মাসে সপরিবারে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন বলে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। চীন ত্যাগের সময় তিনি সঙ্গে করে প্রায় ৩ কোটি ১৫ লাখ ডলার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে। পাশাপাশি তাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীর কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি। তবে বিষয়টি নিয়ে বর্তমানে ব্যাপক রসালো গল্প তৈরি হচ্ছে চীনে ।ঘটনাটি চীনের ক্রমবর্ধমান দুর্নীতি সর্ম্পকিত কেলেঙ্কারির সর্বশেষ সংযোজন।
এদিকে দুর্নীতি ব্যাপক বৃদ্ধি পাওয়া উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্টে ওয়েন জিয়াবাও। চীনা কমিউনিস্ট পার্টির জন্য দুর্নীতি একটি বড় ধরনের হুমকি বলে সম্প্রতি মন্তব্য করেন তিনি।