আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে পদত্যাগ করেছেন এর বিচারক একেএম জহির আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। ট্রাইব্যুনাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে একথা জানান একেএম জহির আহমেদ।
এদিকে, একেএম জহির আহমেদ পদত্যাগ করার পর দুপুর ২টায় দুই সদস্যের বিচারক প্যানেল দিয়েই শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১ নম্বর সাক্ষী চট্টগ্রামের মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার সৈয়দ মোহাম্মদ মাহবুবুল আলমের সাক্ষ্যগ্রহণ চলছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনোলের কার্যক্রম শুরু হলে প্রতিদিনকার মতো তাতে অংশ নেন একেএম জহির আহমেদ। দুপুর এক টায় বিরতিতে যাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।
২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গঠন করে সরকার। অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদকে এর একজন বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হন বিচারপতি মো. নিজামুল হক। অন্য বিচারকের দায়িত্ব পান বিচারপতি এ টি এম ফজলে কবীর।
পরবর্তী সময়ে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হওয়ার পর এটিএম ফজলে কবীরকে প্রথম ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়। একেএম জহির ট্রাইব্যুনাল-১ এই থেকে যান। জহির আহমেদের জেলা পর্যায়ে ৩০ বছর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।