গমের ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

গমের ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল সদর উপজেলায় মঙ্গলবার একটি গমের ট্রাক থেকে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

এ সময় ট্রাকের চালক, সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করে মামলা করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার গোলচত্বর চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

ট্রাক চালক চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে গম বোঝাই ট্রাকে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিল মোটা অংকের টাকার চুক্তিতে।

আটকরা হলেন ‘ফেনসিডিল ব্যবসায়ী’ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচেক পাড়ার মেরাজুল ইসলাম কালু (২৫), ট্রাকচালক পাবনা সদরের রাধানগরের ইলেজার হোসেন (৫০) ও সহকারী একই উপজেলার বালিয়াহাট চকজয়নপুর গ্রামের আহাদ আলী (৩০)।

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ