কুষ্টিয়ায় খোকসা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক ইউপি চেয়ারম্যানসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকের এই ঘটনায় আরো দুজন গুলিবিব্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত নুরুল ইসলাম আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে সাংবাদিকদের জানিয়েছেন কুমারখালী থানা আওয়ামী লীগ সহসভাপতি উজির হোসেন। নুরুলও আওয়ামী লীগ করতেন।
গুলিবিদ্ধ আজমতকে কুষ্টিয়া সদর হাসপাতালে আনার পর সাংবাদিকদের জানান, “সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এরপর গুলিবিদ্ধ তিনজনকে পদ্মা নদীতে ফেলে দেয়।”
“শুধু ইসলাম চেয়ারম্যানের মাথা কেটে নিয়ে যায় তারা,” বলেন তিনি।
খোকসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান জানিয়েছেন, নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
অন্যজনকে খোঁজাখুজি চলছে বলেও জানান তিনি।