গাঁজাসেবনে বুদ্ধি কমে

গাঁজাসেবনে বুদ্ধি কমে

অল্প বয়স থেকে শুরু করে দিনের পর দিন গাঁজা সেবনে বুদ্ধিমত্তা কমে যাওয়ার ঝুঁকি প্রবল।

১৮ বছরের কম বয়সী গাঁজাসেবীদের বুদ্ধি এবং স্মৃতিশক্তি লক্ষ্যণীয়ভাবে কমে যেতে পারে যা আর কখনো পূরণ হওয়ার নয়।

স¤প্রতি ব্রিটিশ ও মার্কিন গবেষকদের এক গবেষণার ফলে একথা বলা হয়েছে। নিউজিল্যান্ডে প্রায় এক হাজার মানুষের ওপর গবেষণা করে এ ফল পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

এতে দেখা গেছে, যারা ১৮ বছরের কম বয়স থেকে (মস্তিস্ক তখনও বিকাশমান) গাঁজা সেবন শুরু করেছে তাদের বুদ্ধিমত্তার বিকাশ বয়সের তুলনায় কম হয়েছে।

গবেষকরা ২০ বছরেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের ডুনেডিন এলাকার একদল লোকের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন। গাঁজা সেবন শুরু করার আগে শিশু বয়স থেকে তাদের বুদ্ধিমত্তা পরীক্ষা করেন গবেষকরা। এরপর তাদের কেউ কেউ গাঁজা সেবন শুরু করে। তাদের সবাইকে বয়স ৩৮ বছর হওয়া পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়।

প্রতি বছর তাদের বুদ্ধিমত্তার বিকাশের হার নির্র্ণয় করার জন্য পরীক্ষা নেওয়া হয়।

শিক্ষাগ্রহণের সময় থেকে শুরু করে অ্যালকোহল আসক্তি, তামাক নির্ভরতা এবং মাদকের ব্যবহার সবকিছুই বিবেচনায় নেওয়া হয়।

এতে দেখা যায়, যারা কিশোর বয়স থেকে শুরু করে বয়স ২০ এবং ৩০ কোঠায় থাকাকালে, কিছু কিছু ক্ষেত্রে ত্রিশের কোঠায় থাকাকালে বছরের পর বছর ধওে সপ্তাহে অন্তত চারবার গাঁজা সেবন করেছে তাদের বুদ্ধিমত্তা কমে গেছে।

যারা যত বেশি গাঁজা সেবন করেছে তাদের বুদ্ধিমত্তা ততবেশি কমেছে।

যারা তরুণ বয়স থেকে শুরু করে বছরের পর বছর গাঁজা সেবন করেছে তাদের মধ্যেই এ ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা গেছে বেশি। এদের ক্ষেত্রে গাঁজা সেবন কমিয়ে দিয়ে কিংবা বন্ধ করেও হারানো বুদ্ধি বা স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায়নি।

আন্তর্জাতিক