সিলেটে ৮ শিবিরকর্মী আটক

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় ইসলামি ছাত্র শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরের দিকে নগরীর টিলাগড়, বালুচর, মেজরটিলা ও ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গত সোমবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এমসি কলেজের পুড়িয়ে দেওয়া ছাত্রাবাস সংস্কার, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়।

শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার দুপুরে এমসি কলেজের ছাত্রাবাসের কাছে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সড়কে টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

রাজনীতি